এর আগে গত ১০ ফেব্রুয়ারি জুনাইদ আহমেদ পলকের ১৫ দশমিক ১৫ একর জমি জব্দের আদেশ দেন আদালত। একই সঙ্গে পলকের নামে ১২টি, তার ছেলের নামে ২টি এবং তার শ্বাশুড়ির নামে ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী কয়েকটি মামলায় কারাগারে রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী। ২০২৪ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে। পরে ১৪ আগস্ট রিকশাচালক কামাল উদ্দিন হত্যা মামলায় পলককে গ্রেপ্তার করা হয়।