নেপালে রাজতন্ত্রপন্থি বিক্ষোভে সংঘর্ষ, নিহত ২

বিদেশে এখন
0

নেপালে রাজতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুজন নিহত ও ৪৫ জন আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে দেশটির রাজধানী কাঠমান্ডুর কিছু অংশে কারফিউ জারি করা হয়। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী সদস্যদেরও।

যদিও আজ (শনিবার, ২৯ মার্চ) সকালে কারফিউ তুলে নেয়া হয়। শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেমে থেমে সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কাঠমান্ডু জেলা প্রশাসন বানেশ্বর-তিনকুনসহ কয়েকটি এলাকায় কারফিউ জারি করে।

সহিংস প্রতিবাদের ঘটনায় পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

ইএ