আজ (সোমবার, ২৩ জুন) দুপুরে চীনা দূতাবাসের সহায়তায় ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা উঠে আসে।
লি জিয়ানছাও বলেন, 'বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশ এগিয়ে যাচ্ছে। চীন এক সময় অপেক্ষাকৃত দরিদ্র দেশ ছিল, যেখানে খাবারের জন্য বহু মানুষ মুখিয়ে থাকতো। নয়াচীন প্রতিষ্ঠার পর চীনের অভূতপূর্ব উন্নতি হয়েছে।'
তিনি বলেন, 'চীন এখন উন্নত হয়েছে, চীন এখন বিশ্বের উন্নয়ন নিয়ে কাজ করছে। কারণ পারিপার্শ্বিক উন্নতি ছাড়া বিশ্ব এগিয়ে যেতে পারবে না।'
অচিরেই বাংলাদেশ জন্য চীনের পক্ষ থেকে বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক দল আসবে। যারা হৃদ্রোগে আক্রান্তদের চিকিৎসা দিতে কাজ করবে বলেও জানান তিনি।
এছাড়া বাংলাদেশি তরুণদের নিয়ে কাজ করতে চায় চীন। বিশেষ করে শিক্ষার্থীদের চীনে পড়াশোনা ও বসবাসের জন্য স্বাগত জানান মন্ত্রী লি জিয়ানছাও।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমাদের বন্ধু চায়না। চীন আমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক। চীন-বাংলাদেশ বন্ধুত্বকে শুধু কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা ঠিক হবে না। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।’
তিনি বলেন, 'আমাদের উন্নয়নের সব ক্ষেত্রে সহায়তা করতে প্রতিশ্রুতি দিয়েছে চীন। আমাদের অগ্রযাত্রায় চায়না থেকে আমাদের শেখার আছে।'
ভাসানটেক এলাকায় বস্তির জন্য ৬ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
ডেঙ্গু নিয়ে তিনি বলেন, 'আসছে ডেঙ্গু মৌসুমে মশার বিস্তার রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করছে। এ মৌসুমেও বিটিআই প্রয়োগ করা হবে। ডিএনসিসি এলাকার স্কুল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগিরই ক্যাম্পেইন চালানো হবে। যে সকল স্কুলে এডিস মশার ঘনত্ব বেশি, সেখানে অভিযান চালাবে ডিএনসিসি।'
এছাড়া স্কুল ছুটির পর স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুল পরিষ্কারের আহ্বান জানান মেয়র আতিক।