আন্তর্জাতিক বাণিজ্য
0

চীনে বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ির বিক্রি ৪১ শতাংশ বেড়েছে

২০২৪ সালে চীনে বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ির বিক্রি ৪১ শতাংশ বেড়ে প্রায় ১ কোটি ১০ লাখ ইউনিটে পৌঁছেছে। সম্প্রতি চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) প্রকাশিত এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত বছর মোট গাড়ি বিক্রির ৪৭ দশমিক ৬ শতাংশ ছিল নিউ এনার্জি ভেহিকল (এনইভি)। ২০২৪ সালের ডিসেম্বর মাসে গাড়ি বিক্রির পরিমাণ ১৩ লাখ ইউনিট ছাড়িয়েছিল, এর মাধ্যমে টানা পঞ্চম মাসের মতো ১০ লাখের বেশি গাড়ি বিক্রি রেকর্ড হয়েছে।

চীনে বিদ্যুচ্চালিত গাড়ির বাজার সাম্প্রতিক বছরগুলোয় বেশ সম্প্রসারিত হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, চীনের সরকারি ভর্তুকির জন্য এ প্রবৃদ্ধি তৈরি হয়েছে।

চীনা কোম্পানিগুলোর মধ্যে বর্তমানে বিওয়াইডি বাজারে শীর্ষস্থানে অবস্থান করছে। শেনজেন-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি ২০২৪ সালে বিশ্বব্যাপী ৪০ লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে। অন্যদিকে একই সময়ে বিদেশি অটোমেকাররা চীনের অর্থনৈতিক মন্দাভাবের কারণে বিক্রি কমে যাওয়ার সমস্যায় পড়েছে।—এএফপি

এএম