আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘চীন বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ সহযোগী।’ নতুন বাংলাদেশেও তাদের পাশে চান উপদেষ্টা।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, মাজার ভাঙা বা এ জাতীয় সব ঘটনার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
এসময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির নানা ধরনের প্রদর্শনী করা হয়।