বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত আরইবি ২ কোটি ৮২ লক্ষ (৯৩ শতাংশ) গ্রাহককে পুনঃসংযোগ প্রদান করেছে এবং ওজোপাডিকো ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ (৮৭ শতাংশ) জন গ্রাহককে ইতিমধ্যে পুনঃসংযোগ প্রদান করেছে।
ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে আরইবি'র বিতরণ ব্যবস্থার পুনঃস্থাপন সংক্রান্ত হালনাগাদ তথ্যঃ
বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ জন গ্রাহক। রিকভারি করা হয়েছে ২ কোটি ৮২ লাখ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র মোট গ্রাহক সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪ জন। বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ৬০৪ জন। ঝড়ের কারনে বর্তমান বিদ্যুৎ বিহীন গ্রাহকের সংখ্যা ৫৭ হাজার ৫৫০ জন। ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইনের অবশিষ্টাংশের মেরামত কাজ চলমান আছে।
বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে অতিসত্বর সম্পূর্ণ লাইন চালু হবে।