টেক্সাস, লুইজিয়ানা, আরকানসাস, মিসৌরিসহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে তিন অঙ্গরাজ্যে। টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ।
এদিকে, আলাবামার কয়েকটি স্থানে জ্বলছে দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে ১ লাখ ৭০ হাজার একর এলাকা। টর্নেডোর কারণে অনেক স্থানে দাবানল আর ধূলিঝড় সৃষ্টি হয়েছে।