শক্তিশালী টর্নেডোয় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, সাত রাজ্যে প্রাণহানি ৩৭

.
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের আলাবামাকে লণ্ডভণ্ড করে পূর্বদিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী টর্নেডো। সাত অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ৩৭ জনের প্রাণ গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৩ লাখের বেশি মানুষ। পেনসিলভেনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত ৫ কোটির বেশি মানুষকে ঝড়ের কারণে সতর্ক থাকতে বলা হয়েছে।

টেক্সাস, লুইজিয়ানা, আরকানসাস, মিসৌরিসহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে তিন অঙ্গরাজ্যে। টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল কলেজ।

এদিকে, আলাবামার কয়েকটি স্থানে জ্বলছে দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে ১ লাখ ৭০ হাজার একর এলাকা। টর্নেডোর কারণে অনেক স্থানে দাবানল আর ধূলিঝড় সৃষ্টি হয়েছে।

ইএ