যুক্তরাষ্ট্রে টর্নোডোর আঘাতে ৩৩ জনের প্রাণহানি

.
পরিবেশ ও জলবায়ু , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নোডোর আঘাতে প্রাণ গেছে অন্তত ৩৩ জনের। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে ১২ জন।এছাড়া কানসাসে ৮, আরকানসাসে ৩, মিসিসিপিতে ৬, টেক্সাসে ৩ ও ওকলাহামায় ১ জন নিহত হয়েছে। এছাড়া লন্ডভন্ড হয়ে গেছে সেখানকার বাড়ি-ঘর। দুমড়ে মুচড়ে গেছে শ'খানেক যানবাহন। ৫ টি অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১৭ হাজার পরিবার।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্রে কতটা ভয়াবহ রূপে আঘাত হেনেছে টর্নেডো।

গত শুক্রবার থেকেই যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে আঘাত হানে বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডো। এতে লন্ডভন্ড হয়ে যায় টেক্সাস, ইলিনয়, মিসিসিপি, মিসৌরি, আরকানসাস, কানসাস অঙ্গরাজ্য। ঘটেছে হতাহতের ঘটনাও।

টর্নেডোর তীব্র বাতাসে মাটির সঙ্গে মিশে গেছে সেখানকার বাড়ি-ঘর । দুমড়ে মুচড়ে গেছে প্রায় শ'খানেক যানবাহন। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, গাছপালা। এতে শনিবার থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে ৫ টি অঙ্গরাজ্যের প্রায় ১৭ হাজার পরিবার।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই খারাপ। বাড়ির ছাদ উড়ে গেছে। এখানকার একজন নিহত হয়েছে। এরকমটা আগে ঘটতে দেখিনি।’

আরেকজন বলেন, ‘সাইনবোর্ডটি বেঁকে গেছে। ছাদের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। গাছপালা ভেঙে পড়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’

সামনের দিনে আরও তীব্র আকারে টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এর প্রভাবে হতে পারে আকস্মিক বন্যাও। ফ্লোরিডা, জর্জিয়া, লুইসিয়ানা, টেনেসি অঙ্গরাজ্যও পড়তে পারে টর্নেডোর কবলে।


এসএইচ