ইউরোপ
বিদেশে এখন
0

রুশ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে কিয়েভ

চলতি মাসে রাশিয়ার দ্বিতীয় ভয়াবহ হামলায় ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ইউক্রেনের জ্বালানি খাতে ভয়াবহ হামলায় সারা দেশের বিভিন্ন স্থান এভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, পশ্চিমা আতাকামাস মিসাইল দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব দেয়া হচ্ছে কিয়েভকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার এই হামলা নজিরবিহীন। ইউক্রেনের বিভিন্ন শহরে এক রাতেই ২শ ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, এই যুদ্ধ রাশিয়া থামাতে চায় না, যে কারণে নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করছে।

এএম