আজ (রোববার, ৫ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনও সংঘাতে জড়ায়নি। সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের আঘাত লাগলে কিছু করার নেই। বাংলাদেশের মানবাধিকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন করলে আমরা কি বলতে পারবো না যুক্তরাষ্ট্রেও সংঘাত তৈরি হচ্ছে?’
উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ঘিরে তৃণমূল নেতাকর্মীরা যেন মনে না করে, দলীয় প্রতীক বা সমর্থন একই পরিবারে কেন্দ্রিভূত হয়ে যাচ্ছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে শর্ত আছে।’
তিনি আরও বলেন, ‘প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার জন্য। এ কারণে আমরা প্রতীক দেইনি। যাতে করে যাদের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে তারা যেন নিতে পারে। অন্যদল প্রতীক দিলে সেটা তাদের বিষয়।’