রাজনীতি
0

আমরা বাক স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করি: তারেক রহমান

আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপির সময় সাংবাদিকদের বিরুদ্ধে শতশত মামলা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদীর মাধবদী, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ৩১ দফা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বিএনপি নারীদের শিক্ষিত করার জন্য এইচএসসি পর্যন্ত নারীদের পড়াশোনা ফ্রি করেছিল। শিক্ষার বিনিময়ে খাদ্য পদ্ধতি চালু করেছিল বিএনপি।’

তিনি আরো বলেন, ‘আমাদের সময় সংবাদ মাধ্যম আমাদের বিরুদ্ধে কত কী লিখেছে। তখন আমরা বলেছি, আমরা বাক স্বাধীনতা ও গণতন্ত্র বিশ্বাস করি। বিএনপি ক্ষমতার সময় পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি।’

গার্মেন্টস শিল্পে বিএনপিন অবদান রয়েছে উল্লেখ করে বিএনপির আমলে সারাদেশে ৮০ হাজার কলকারখানা স্থাপন হয়েছিল বলে জানান তারেক রহমান। খাদ্য উৎপাদন ও নারী স্বাধীনতার প্রসঙ্গ টেনে ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।

এ সময় নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যনি, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আসু