রাজনীতি
0

তারেক রহমানের ভার্চুয়াল কর্মশালা ঘিরে নরসিংদীতে নেতাকর্মীদের ঢল

সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে কর্মশালা আয়োজন করেছে নরসিংদী জেলা বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালার প্রধান অতিথি (ভার্চুয়ালি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) কর্মশালাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা ভীড় করতে থাকে ভেন্যুতে। জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে অন্তত দেড় হাজার নেতাকর্মী জড়ো হয়।৩১ দফার ওপর ভর করে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উল্লেখ করে অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন এমন আশাবাদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক বলেও ঘোষণা দেন তারা। ৩১ দফা মেনে বিএনপি শৃঙ্খলায় ফিরে গতিশীল হচ্ছে বলে ভাষ্য সকল স্তরের নেতাকর্মীদের৷

ইএ