আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) কর্মশালাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা ভীড় করতে থাকে ভেন্যুতে। জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে অন্তত দেড় হাজার নেতাকর্মী জড়ো হয়।৩১ দফার ওপর ভর করে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উল্লেখ করে অচিরেই তারেক রহমান দেশে ফিরবেন এমন আশাবাদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। তারেক রহমানকে আগামীর রাষ্ট্রনায়ক বলেও ঘোষণা দেন তারা। ৩১ দফা মেনে বিএনপি শৃঙ্খলায় ফিরে গতিশীল হচ্ছে বলে ভাষ্য সকল স্তরের নেতাকর্মীদের৷