দেশে এখন
পূর্ব সুন্দরবনের আমুর বুনিয়ায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয়রা
পূর্ব সুন্দরনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন বিভাগের নিজস্ব জনবল ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

আজ (শনিবার, ৪ মে) দুপুর সাড়ে ৩টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগেও সেখানে কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্তমানে সেখানে বন বিভাগের কর্মীসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সুন্দরবনে আগুনের ঘটনা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এখানে আগুনের ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ মে সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে।

এছাড়া ২০১৬ সালের ১৪ এপ্রিল পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকার নাংলীতে আগুন লাগে। এর আগে ২৮ মার্চ একই এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল।

এওয়াইএইচ