শিক্ষা
দেশে এখন
0

তীব্র তাপদাহে ঢাবি ও জবিতে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা

সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ (হিট ওয়েভ)। এ কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে সব ক্লাস অনলাইনে ক্লাস হবে। ঢাবির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনলাইনে ক্লাস চলবে বলে জানিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস অনলাইনে হলেও পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ (রবিবার, ২১ এপ্রিল) দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাবিতে বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো।

যে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা। যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা। বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারা যুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

এছাড়া বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা। তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন চা ও কফি পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই শতভাগ ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সাদেকা হালিম এখন টিভিকে বলেন, ‘চলমান তাপপ্রবাহের কারণে আমরা সোমবার থেকে শতভাগ অনলাইন ক্লাসে যাচ্ছি।’

আসু