মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় প্রতীকী অনশনের মাধ্যমে কর্মসূচি শুরু করলেও সন্ধ্যা ৭টা থেকে আমরণ অনশনে যান তারা।
দু'মাস ধরে আন্দোলনের পরও শিক্ষার্থীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে শাহবাগ ব্লকেড কর্মসূচি শেষ করে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়।
বহিরাগত সন্ত্রাসীরা কুয়েটে ফ্যাসিস্ট কায়দায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে জানিয়ে আন্দোলনরতরা বলেন, 'দেশে কাউকেই আর ফ্যাসিস্ট হতে দেয়া হবে না।'