সিলেটের বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪০ হাজার গ্রাহক

0

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে সকালে আগুনের ঘটনায় ৫টি ফিড লাইন বন্ধ হয়ে যায়। এরমধ্যে ৪টি সচল করা হয়েছে। একটি ফিড লাইন সচল করতে আরও দেড়ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন ৪০ হাজারের মতো গ্রাহক।

সোমবার (১৫ এপ্রিল) সকালে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ৫টি ফিড লাইন বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, ৩৩ কেভি'র লাইন স্পার্ক করে ফিল্টার ডাম্পিংয়ে পড়লে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনায় পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিটের সমন্বয়ে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

কুমাওগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মিজানুর রহমান বলেন, '৩৩ কেভি লাইনে হাইভোল্টেজের তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। নিচে কিছু এয়ার ফিল্টার ছিল। সেখানে আগুন লাগে।'

সিলেট পিডিবির প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, 'আমরা সবার সাথে আলোচনা করেছি। এ লাইনের নিচটা পরিষ্কার করে দেয়ার জন্য। যাতে স্ফুলিঙ্গ পড়ে স্পার্কিংয়ে আর কোন দুর্ঘটনা না ঘটে।'

অগ্নিকাণ্ডের কারণে সিলেটের পাঁচটি বিক্রয় ও বিতরণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর চারটি সচল হয়।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর দুপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় সিলেট নগরসহ আশপাশের এলাকায় টানা ৩১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।