দেশে এখন
0

পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

৪২টি দেশ ভ্রমণে বাংলাদেশিদের ভিসা লাগে না

চলতি বছর এক ধাপ এগিয়ে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়। দেশের পাসপোর্টের এই অগ্রগতিকে সাফল্য হিসেবে দেখছেন প্রবাসীরা।

এক ধাপ উন্নতি করায় বাংলাদেশ পেছনে ফেলেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও নেপালকে। তবে বহুবিধ নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, ভঙ্গুর অর্থনীতির শ্রীলঙ্কা ও লেবানন এমনকি যুদ্ধবিধ্বস্ত সুদানও তালিকায় বাংলাদেশের চেয়ে উপরে অবস্থান করছে।

পাসপোর্ট সূচকে নিজ দেশের উন্নতিতে খুশি প্রবাসীরা। একইসঙ্গে আশা করছেন সূচকে অগ্রগতির কারণে ইমিগ্রেশন সুবিধা বাড়বে। এদিকে বিশ্বের ৪২টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান বাংলাদেশিরা।

প্রবাসীরা বলেন, ‘আমরা মনে করছি প্রবাসী এবং ভ্রমণ পিপাসুদের ইমিগ্রেশন জটিলতা অনেক কমবে। এই পাসপোর্ট র‌্যাংকিং হওয়াতে আমরা অনেক দেশেই ভিসা ছাড়া যেতে পারবো। প্রবাসী হিসাবে আমরা অনেক আনন্দিত।'

৫ বছর ধরে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে শীর্ষস্থানে আছে জাপান ও সিঙ্গাপুর। তালিকার শীর্ষে থাকা দেশ দুটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন বিশ্বের ১৯৪টি দেশে। তবে এ বছর এশিয়ার দেশ দুটির সাথে শীর্ষস্থানে ভাগ বসিয়েছে ইউরোপের ৪টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন।

যৌথভাবে দ্বিতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের নাগরিকরা ভিসা ছাড়াই ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। অন্যদিকে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পায় অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। যারা যৌথভাবে অবস্থান করছে শক্তিশালী পাসপোর্ট তালিকার ৩য় অবস্থানে।

তালিকার সর্বনিম্ন স্থানে আফগানিস্তান। এছাড়া নেপাল ও পাকিস্তান রয়েছে বাংলাদেশের নিচে ৯৮ ও ১০১তম স্থানে। ৮০তম অবস্থানে ভারত।