'সিন্ধু নদীর পানি আটকে রাখলে ভারতকে দাঁতভাঙা জবাব দেয়া হবে'

পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী
পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

সিন্ধু নদীর পানি আটকে রাখলে ভারতকে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি অভিযোগ করেছেন, কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়া পাকিস্তানের দিকে আঙুল তোলা ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। এদিকে, ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার (২৬ এপ্রিল) একটি বিবৃতি দিয়ে পেহেলগামে হামলার দায় অস্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এমন পরিস্থিতিতে কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার সূর্যাস্তের আগেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে অন্তত ৬টি বাড়ি, খানা তল্লাশি হয়েছে আরো শ খানেক ঠিকানায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন অপরাধী দলের সাথে সক্রিয় আছেন এমন ১৪ জনকে ২৪ ঘণ্টার নোটিশে চিহ্নিত করা গেলেও পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় জড়িত একজন অপরাধীকেও আটক করতে পারেনি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন:

পেহেলগামে হামলার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা দাবি করে, লস্কর-ই-তৈয়বার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এই হামলার দায় স্বীকার করেছে। যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এর সত্যতা যাচাই করতে পারেনি। এরপর এই হামলায় পরোক্ষ বা প্রত্যক্ষ মদতদাতা হিসেবে পাকিস্তানকে দায়ী করে ভারত। হামলার ৪ দিনের মাথায় দু’দেশের বৈরিতা গড়ায় সামরিক মহড়া পর্যন্ত।

এবার ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ভুয়া সংবাদ ছড়ানোর দাবি তুলে পেহেলগাম হামলার দায় অস্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সংগঠনটির একটি বিবৃতির ছবি দিয়ে এমনটাই জানাচ্ছে প্রথম সারির ভারতীয় গণমাধ্যম।

চলমান এই উত্তেজনার মধ্যে সিন্ধু থেকে সিমলা- একের পর এক চুক্তি ভঙ্গের হুংকার দিচ্ছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ঠিক এমন প্রেক্ষাপটে নীরবতা ভেঙে মোদি সরকারকে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বলছেন, সিন্ধুর পানি আটকে রাখা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে ভারতকে পাল্টা আঘাত করতে প্রস্তুত পাকিস্তানও।

আরো পড়ুন:

শেহবাজ শরিফ আরো অভিযোগ করেন, ভারতে কোনো সন্ত্রাসী হামলা হলেও তার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও দাবি করা হচ্ছে, পেহেলগামে হামলার পরেও ভারতীয় গোয়েন্দা সংস্থার উদাসীনতা আলোচনায় আসেনি। তাই, রেজিস্ট্যান্স ফোর্স হামলার দায় অস্বীকারের পরপরই নয়াদিল্লিকে আবারও এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

এদিকে, সিন্ধুর পানি চুক্তি স্থগিত নিয়ে মন্তব্যের জেরে ক্ষমতাসীন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর মানসিক চিকিৎসা প্রয়োজন বলে কটাক্ষ করেছেন ভারতের জ্বালানিমন্ত্রী হারদ্বিপ সিং পুরি। দেশপ্রেম ও জাতীয়তাবাদকে গুরুত্ব না দিলে পেহেলগাম বারবার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন ভারতের শিল্পমন্ত্রী পিয়ুস গোয়েল।

আরো পড়ুন:

অন্যদিকে, কাশ্মীরে পর্যটক নিহতের ঘটনার প্রতিবাদে ভারতের নয়াদিল্লি, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিক্ষোভ হয়েছে নেপাল ও অস্ট্রেলিয়ায়। নেপালে সমাবেশ হয়েছে পাকিস্তানের দূতাবাসের সামনে। পেহেলগামে হামলায় নেপালি এক পর্যটক নিহতের ঘটনায় সরকারের কাছে বিচার চেয়েছেন জনতা। সমাবেশ ও সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

ইএ