প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের বিষয় নজরে এসেছে ইসির

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
1

নির্বাচনি প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের বিষয় নির্বাচন কমিশনের নজরে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের কার্যক্রম অবৈধ ও শাস্তিযোগ্য বলে সতর্ক করেছেন কমিশন।

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনি প্রচারণার সময় কতিপয় ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহ করছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ অনুযায়ী অন্যের এনআইডি বহন বা হস্তান্তর করা সম্পূর্ণ বেআইনি।

আরও পড়ুন:

ইসি থেকে সরাসরি আহ্বান জানানো হয়েছে, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৪’-এর বিধি-৪ অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনি এলাকায় বসবাসকারী ব্যক্তিকে চাঁদা, উপহার বা অনুদান দিতে বা দেয়ার প্রতিশ্রুতি দিতে পারবে না। এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

নির্বাচন কমিশন সকল নাগরিক ও রাজনৈতিক সংগঠনকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

এনএইচ