এসময় গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে সরকারের কোনো আইনগত বাধা নেই বলেও জানান তিনি। তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় আছে। যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় সরকার তৎপর রয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো কোনো শঙ্কা নেই।’
আরও পড়ুন:
শফিকুল আলম বলেন, ‘মিয়ানমার সীমান্তে গুলিতে শিশু আহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার।’
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট— এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগ নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সরকার তৎপর রয়েছে।’
এদিকে, দেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান প্রেস সচিব।





