ঘন কুয়াশায় সিলেট বিমানবন্দরে ৪ ফ্লাইট উড্ডয়নে দেরি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি : সংগৃহীত
0

ঘন কুয়াশার কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সময়মতো উড্ডয়ন করতে পারেনি অভ্যান্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটসহ অন্তত ৪টি ফ্লাইট।

আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) সকালে ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো উড্ডয়ন করতে দেয়নি কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, সিলেট ও ঢাকা রুটের ৩টি ফ্লাইট প্রায় এক ঘণ্টা পরের সময়ে নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন:

তিনি জানান, লন্ডনগামী ‘বিজি ২০২’ আন্তর্জাতিক ফ্লাইটটি সকাল ৯টার পরিবর্তে ফ্লাইট নির্ধারণ করা হয়েছে বিকেলে ২টায়। তবে বর্তমানে কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট স্বাভাবিক হওয়ার পথে বলেও জানান তিনি।

এছাড়া যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিমান কর্তৃপক্ষ ফ্লাইটটি বিলম্বিত করা হয়েছে বলে নিশ্চিত করেন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষসহ অন্যান্য এয়ারলাইন্সের দায়িত্বরতরা।

এসএইচ