আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

কুয়াশায় ঘেরা একটি রাস্তা
কুয়াশায় ঘেরা একটি রাস্তা | ছবি: সংগৃহীত
0

সারা দেশে শীতের দাপটে (Severity of Winter) বিপর্যস্ত জনজীবন (Severe Cold Wave in Bangladesh 2026)। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নওগাঁ ও রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে (Severe Cold Wave)।

কুয়াশার চাদরে ঢাকা জনপদ (Dense Fog and Visibility)

রাতভর বৃষ্টির মত ঝরছে কুয়াশা। বেলা বাড়লেও কুয়াশার চাদরে ঢাকা পড়ায় সূর্যের দেখা মিলছে না বেশিরভাগ জেলায়। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

জনজীবনে স্থবিরতা ও দুর্ভোগ (Disruption of Daily Life)

তীব্র শীতে কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। শীত নিবারণে অনেকে খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। ঠান্ডার ব্যাহত কৃষি কাজ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। যার বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

বাড়ছে শীতজনিত রোগ (Rise in Cold-Related Diseases)

শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা (Number of Patients)। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। মূলত শীতজনিত রোগে (Cold-related Diseases) যেমন— নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এফএস