স্মার্ট আইডি কার্ড: অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করবেন যেভাবে

এনআইডি কার্ডে নামের বানান বা জন্মতারিখে ভুল? আর নয় দুশ্চিন্তা! এখন ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করুন আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া। জানুন সঠিক ধাপগুলো।
এনআইডি কার্ডে নামের বানান বা জন্মতারিখে ভুল? আর নয় দুশ্চিন্তা! এখন ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করুন আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া। জানুন সঠিক ধাপগুলো। | ছবি: এখন টিভি
1

স্মার্ট আইডি কার্ড (Smart ID Card) বা জাতীয় পরিচয়পত্র (National ID Card) বর্তমানে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অপরিহার্য নথি। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজকর্মে এর ব্যবহার অনস্বীকার্য। ২০০৮ সালে শুরু হওয়া এই প্রক্রিয়া ২০১৬ সালের ২ অক্টোবর থেকে ইলেক্ট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ডে উন্নীত হয়েছে এবং ২০২০ সাল থেকে চালু হয়েছে এর অনলাইন সেবাও।

অনেকের ক্ষেত্রেই অসাবধানতাবশত এই গুরুত্বপূর্ণ কার্ডে তথ্যগত ভুল (Data Error) থেকে যায়, যা সংশোধন করা জরুরি। এই সমস্যা সমাধানে বাংলাদেশ নির্বাচন কমিশন (Election Commission) এনআইডি পোর্টালের (NID Portal) মাধ্যমে অনলাইনে স্মার্ট কার্ড সংশোধনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে এসেছে। তাই চলুন, স্মার্ট কার্ডের ভুল সংশোধন নিয়ে বিস্তারিত জেনে নিই।

আরও পড়ুন:

এক নজরে স্মার্ট আইডি কার্ড সংশোধন পদ্ধতি (NID Card Correction Process)

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন (NID Bhul Correction) করার জন্য নাগরিকদের নিম্নোক্ত ক্রমধারা অনুসরণ করতে হবে:

১. অ্যাকাউন্ট তৈরি (NID Account Creation): এনআইডি নাম্বার ব্যবহার করে বাংলাদেশ এনআইডি পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করা।

২. ফি জমা (Correction Fee Payment): নির্দিষ্ট সংশোধনী ফি মোবাইল ব্যাংকিং (Mobile Banking) যেমন বিকাশ (Bkash), রকেট (Rocket), ওকে ওয়ালেট বা টি ক্যাশ-এর মাধ্যমে পরিশোধ করা।

৩. কাগজপত্র আপলোড (Document Upload): প্রাসঙ্গিক কাগজপত্র (Required Documents) আপলোড করার মাধ্যমে ভুল তথ্যগুলোর সম্পাদনা সম্পন্ন করা।

সংশোধন আবেদন অনুমোদিত হওয়ার পর নির্ধারিত মোবাইল নাম্বারে বার্তা আসবে এবং সংশোধিত এনআইডি কার্ড ওয়েবসাইটে প্রদর্শিত হবে। তবে ইলেক্ট্রনিক চিপযুক্ত সংশোধিত স্মার্ট আইডি কার্ড হাতে পেতে প্রার্থীকে অবশ্যই তার ভোটার অঞ্চল (Voter Area) থেকে সরাসরি সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন:

অফিসে দৌড়াদৌড়ি ছাড়াই সংশোধন হবে ভোটার আইডি কার্ড। সরকার নির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনেই আপলোড করুন প্রয়োজনীয় কাগজপত্র। আপনার স্মার্ট আইডি কার্ডের ভুল সংশোধন এখন হাতের মুঠোয়! |ছবি: এখন টিভি

স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি ও সময় (Correction Fee and Timeline)

ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য ফি মূলত দু'ধরনের তথ্যের ওপর নির্ভর করে ধার্য হয়:

সংশোধনের ক্ষেত্রপ্রথমবার ফিদ্বিতীয়বার ফিপরবর্তীতে প্রতিবার ফি
কার্ডে প্রদর্শিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা/মাতার নাম, ঠিকানা ইত্যাদি)২৩০ টাকা৩৪৫ টাকা৫৭৫ টাকা
কার্ডে অপ্রদর্শিত তথ্য (পেশা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ইত্যাদি)১১৫ টাকা (প্রতিবার)১১৫ টাকা (প্রতিবার)১১৫ টাকা (প্রতিবার)

ফি পরিশোধের ৩০ মিনিটের মধ্যে তথ্য সম্পাদনার কাজ শুরু করা যায়। সংশোধিত স্মার্ট আইডি কার্ড হাতে পেতে সর্বোচ্চ ২ মাস (2 Months) পর্যন্ত সময় লাগতে পারে। এনআইডি কার্ড সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকারি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে ১০৫ (105 NID Hotline) নাম্বারে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন:

স্মার্ট কার্ডে ভুল নিয়ে চিন্তিত? অনলাইনেই সংশোধন করে নিন আপনার জাতীয় পরিচয়পত্র। |ছবি: এখন টিভি

সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents for NID Correction)

ফি পরিশোধের পরই আসে কাগজপত্র আপলোডের ধাপ। ভুল সংশোধন করতে কী কী নথি প্রয়োজন, তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো:

নাম/জন্ম তারিখ সংশোধন (Name/Date of Birth Correction): জন্ম নিবন্ধন সনদপত্র (Birth Certificate), কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদপত্র (SSC Certificate)।

বিবাহ/নাম পরিবর্তন (Marriage/Name Change): বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর এনআইডি (Spouse NID) ও কাবিননামার (Kabin Nama) সত্যায়িত কপি। নারীদের নামের পরিবর্তনের জন্য তালাকনামা বা মৃত্যু সনদ প্রযোজ্য।

আরও পড়ুন:

পিতা/মাতার নাম সংশোধন (Parent's Name Correction): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সনদপত্র, পিতা-মাতা, ভাই-বোনের এনআইডি কার্ডের সত্যায়িত কপি। নামের পূর্বে 'মৃত' (Late) যোগ করতে মৃত্যু সনদ (Death Certificate) লাগবে।

ঠিকানা সংশোধন (Address Correction): বাড়ির দলিল বা টেলিফোন/গ্যাস/পানির বিল বা বাড়ি ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত কপি।

রক্তের গ্রুপ সংশোধন (Blood Group Correction): ডাক্তারি সনদপত্র (Medical Certificate)।

উল্লিখিত এই কাগজপত্রগুলো সংসদ সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, গেজেটেড সরকারি কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে সত্যায়িত (Attested Copy) হতে হবে।

আরও পড়ুন:

স্মার্ট আইডি কার্ডের মৌলিক তথ্য সংশোধনে বিশেষ গুরুত্ব দিন

স্মার্ট আইডি কার্ডের (Smart ID Card) তথ্য সংশোধনের (NID Correction) ক্ষেত্রে কার্ডে প্রদর্শিত মৌলিক তথ্যসমূহের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া অত্যাবশ্যক। এই তথ্যগুলোর ভুল সংশোধন করা যেমন ব্যয়বহুল (প্রথমবার ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা, এবং পরবর্তীতে ৫৭৫ টাকা) তেমনি সময়সাপেক্ষ।

যে তথ্যগুলোতে সতর্কতা জরুরি (Key Information for Caution):

১. নিজের নাম (Own Name): বাংলা ও ইংরেজিতে নামের বানান।

২. পিতা ও মাতার নাম (Parent's Name): সম্পূর্ণ ও সঠিক নাম।

৩. জন্ম তারিখ (Date of Birth): জন্ম সাল, মাস ও তারিখ।

আরও পড়ুন:

ভুল এড়ানোর জন্য করণীয় (Tips to Avoid Errors):

মিলিয়ে দেখুন: নিবন্ধনের (Registration) সময় প্রতিটি তথ্য হুবহু জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) এবং মাধ্যমিক পরীক্ষার সনদপত্রের (SSC Certificate) তথ্যের সঙ্গে মিলিয়ে দিন। কোনো তথ্যের অসামঞ্জস্য থাকলে প্রথমেই তা সংশোধন করে নেওয়া উচিত।

বারবার যাচাই: আবেদন চূড়ান্ত করার আগে ফর্মটি কমপক্ষে দু'বার মনোযোগ সহকারে যাচাই (Cross-Verify) করে নিন।

মনে রাখবেন, এনআইডি কার্ডের এই মৌলিক তথ্যগুলোই আপনার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ নথির (যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত সনদ) ভিত্তি হিসেবে কাজ করে। এই তথ্যগুলো একবার ভুল হলে ভবিষ্যতে বহু কাজে জটিলতা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:

এসআর