আজ (সোমবার, ২২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত বিবৃতিতে এই তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হাদি হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়; এটি রাষ্ট্র, স্বাধীনতা ও গণআকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। তাই বিচার প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা বা আপস মেনে নেয়া হবে না।
প্রথম দফায় বলা হয়েছে, বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তদন্তে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকমানের গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার আহ্বান জানানো হয়। দ্বিতীয় দফায় বলা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
আরও পড়ুন:
বিবৃতিতে অভিযোগ করা হয়, এই ঘাপটি মেরে থাকা নেটওয়ার্কই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
এছাড়াও তৃতীয় দফায় ইনকিলাব মঞ্চ সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্ধারণ করে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করবেন। সংগঠনটির মতে, দায়িত্বে থেকেও যদি তারা বিচার নিশ্চিত করতে না পারেন, তবে তাদের নৈতিক অধিকার নেই পদে থাকার।
বিবৃতিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে ইনকিলাব মঞ্চ রাজপথে কঠোর কর্মসূচিতে যাবে। হাদির রক্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এ কথা স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়।





