তফসিল ঘোষণা করায় সরকার ও ইসিকে স্বাগত জানালো এনসিপি

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি। সেখানে দলটির পক্ষ থেকে ব্রিফ করেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের তিনটি এজেন্ডা ছিল। বিচার, সংস্কার এবং নির্বাচন। শেখ হাসিনার রায় হয়েছে, বাস্তবায়নের প্রক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করছি। সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছিল, আমরা সব দল মিলে একটি পর্যায়ে এসেছি। এটার জন্য নির্বাচনের দিন গণভোট হবে। আমাদের শেষ যে কমিটমেন্ট ছিল, সেটা হলো— একটি সুন্দর জাতীয় নির্বাচন। আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে, তারা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা একটি কথা বলবো, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে। কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে।’

এনসিপির এ নেতা বলেন, ‘আমরা এ নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশীশক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সে সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন দলীয় প্রভাবে বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা পুরো দেশবাসীকে বলবো, আপনারা— ভোটকেন্দ্র জনগণের হোক। ভোটকেন্দ্র কোনো দলীয় গুন্ডাবাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত, তারা ভোটকেন্দ্রগুলো দখল না করুক। জনগণের ভোটকেন্দ্র জনগণ পাহারা দিক। আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতা আমরা দেখতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন যেটা হচ্ছে, এটা আমরা আগেও বলেছিলাম এটা লন্ডন ডিলের মধ্য দিয়ে হচ্ছে। এটা যদি দেশে বসে হতো, বাংলাদেশের সব দলগুলোকে নিয়ে, সেটার মধ্যে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গা অনেক বেশি এগিয়ে আসতো।’

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দিন আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র জমা দেয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।

এসএস