আমির খসরু বলেন, ‘আজকে যে অন্তর্বর্তী সরকার আছে, এ সরকার কিন্তু বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে হয়েছে। বর্তমান সংবিধান মাথায় রেখে কিন্তু অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে। এ সংবিধানে গণভোটের কিছু নেই।’
তিনি বলেন, ‘আপনাকে যদি গণভোট করতে হয়, আপনি বাংলাদেশের বর্তমান সংবিধানের অনুসারে— আপনাকে আগামী দিনে যেসব দলের ইচ্ছা, রূপরেখা থাকতে পারে, প্রস্তাব থাকতে পারে, তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সে বিষয়গুলো গণভোটে যেতে পারে। সংসদের পাস করার আগে গণভোটের কোনো প্রভিশন বর্তমান সংবিধানে নেই।’
আরও পড়ুন:
বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনের আগেই ইশতেহার দিতে হবে এটা বিএনপি মনে করে না। ইশতেহার দেখে জনগণ ভোট দিয়েছে এমনটা দেখা যায় না। তাই রাজনৈতিক দলগুলোর চিন্তা ভাবনা আর কর্মকাণ্ডে মানুষ সিদ্ধান্ত নেয়।’
তিনি বলেন, ‘জুলাই সনদ সই হয়েছে আলোচনার মাধ্যমে। তাই এ সনদকে সম্মান করতে হবে। সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছে, এর মানে এই না যে, অন্য দলের ইচ্ছায় বাস্তবায়ন হবে। জুলাই সনদ বাস্তবায়নেও ঐক্যমত হতে হবে।’
নির্বাচন পেছানোর জন্য দাবির নামে আন্দোলন শুরু হয়েছে কি না প্রশ্ন রাখেন আমির খসরু।
তিনি বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত কিংবা পেছানোর জন্য কি এসব দাবির নামে আন্দোলন শুরু হয়েছে? জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন। তারপর আপনাদের মতো করে বাস্তবায়ন করেন।’





