‘জুলাই সনদের জন্য ৯ মাসের আলোচনায় সব ঠিক করে ফেলা সম্ভব না’

প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম | ছবি: এখন টিভি
1

জুলাই সনদের জন্য নয় মাসের আলোচনায় সব ঠিক করে ফেলা সম্ভব না বলে জনিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (শনিবার, ৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘জনতার ইশতেহার নীতি নির্ধারণে জনগণের কণ্ঠস্বর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘জুলাই সনদ নিয়ে কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান, জুলাই সনদ হচ্ছে কিন্তু কৃষকের সঙ্গে কথা হয়নি, নারীদের সঙ্গে কথা হয়নি বা লেবার গ্রুপের সঙ্গে কথা হয়নি। আশ্চর্য লাগে, এ কথাগুলো কেমনে উনারা বলেন। তাহলে পলিটিক্যাল পার্টির সঙ্গে যে অন্তর্বর্তী সরকার কথা বললো, তারা কি এ গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না?’

তিনি বলেন, ‘জুলাই সনদে সবকিছুই এসেছে। সবাই যদি ভাবেন আমরা নয় মাসে কুইক ফিক্স করে ফেলবো সেটাও তো হয় না। এ আলোচনাটা হয়তো এমন হতো বা নির্বাচনের পর আবার নতুন করে আলোচনা হতে পারে।’

আরও পড়ুন:

নির্বাচনের বিষয়ে প্রেস সচিব বলেন, ‘ইলেকশন একদম ঠিক সময়ে ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন নিয়ে এ সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি বলেন, ‘আগের সরকারের অনেক, অধিকাংশ উন্নয়ন হয়েছে গোপালগঞ্জে প্রাধান্য দিয়ে। যেগুলার কোনো প্রয়োজন ছিল না।’

শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিষয়ে সবাইকে স্পষ্ট কথা বলা উচিত বলেও জানান শফিকুল আলম।

তিনি বলেন, ‘শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিষয়ে সবাইকে স্পষ্ট কথা বলা উচিত। কারণ তিনি জুলাই আন্দোলনকারীদের টেরোরিস্ট বলছেন। দেশের ১৮ কোটি মানুষকে টেরোরিস্ট বলেছেন। এ বিষয়ে শক্ত অবস্থান নেয়া উচিৎ রাজনৈতিক দলগুলোকে। কারণ শেখ হাসিনা এক্সিটিং থ্রেট।’

এসএস