‘চীন অর্থনৈতিক পরাশক্তি হলেও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব একচেটিয়া’

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান | ছবি: সংগৃহীত
0

বিশ্ব এখন যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে চীন ধীরে ধীরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হলেও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব এখনো অটুট বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

আজ (শনিবার, ৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজ একাডেমি আয়োজিত বাংলার মুসলমানদের ইতিহাস বিষয়ক এক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, ‘আমরা আজ আমেরিকান সাম্রাজ্যের ছায়াতলে বাস করছি। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি দেশ দখল করে না, তবু তার অর্থনৈতিক ও সামরিক প্রভাবই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বর্তমানে আমরা ইউনিপোলার বিশ্বে বাস করছি, যা মার্কিন নেতৃত্বে চলছে। তবে চীনের উত্থানের ফলে আগামী ৫০ বছরে নতুন এক বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ে উঠতে পারে।’

এ কর্মশালায় বক্তারা বলেন, খোলাফায়ে রাশেদীনের সময় থেকেই মুসলমানদের মধ্যে অনৈক্যের সূচনা, যা সময়ের সঙ্গে আজ মহামারির আকার ধারণ করেছে। এ অনৈক্যের কারণেই মুসলমানরা বিশ্বের নানা প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা দাবি করেন, মুসলমান হয়েও শেখ হাসিনা দিল্লির গোলামী করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সে অবস্থা থেকে বেরিয়ে এসেছে।

এসএইচ