আগামী তিন দিন নন-শিডিউল ফ্লাইটের সব চার্জ মওকুফ: উপদেষ্টা বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল (শনিবার, ১৮ অক্টোবর) অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার আগামী তিন দিন নন-শিডিউলড ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

উপদেষ্টা বলেন, ‘আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন যেসব নন-শিডিউলড ফ্লাইট আসবে, সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করার বিষয়ে অর্ডার জারি করা হয়েছে।’

আজ (রোববার, ১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ অগ্নিকাণ্ড নাশকতা কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব ধরনের বিষয়কে মাথায় রেখে অনুসন্ধান করা হচ্ছে।’

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার আগে ও পরে আগুন ছড়িয়ে যাওয়ার কারণ—এসব বিষয়ে কারও কোনো দায় বা ব্যত্যয় আছে কি না, সেসব বিষয়ে অনুসন্ধান করে করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

আগুন লাগার পর অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করতে অনেক সময় নিয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব ফায়ার সার্ভিস ব্যবস্থা আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই অ্যাপ্রোচ করেছে।’

যত ধরনের অভিযোগ এসেছে আন্তঃমন্ত্রণালয় সভায় তা বিশ্লেষণ করে যথাযথ অনুসন্ধান ও ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সব বিষয়কে আমলে নেয়া হবে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, 'এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সব বিষয়কে মাথায় রেখে অনুসন্ধান চালানো হবে। গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে তথ্য নিয়ে এ বিষয়টি অনুসন্ধান চালানো হবে।'

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যেই তা পুরো টার্মিনালে ছড়িয়ে পড়ে। আগুন সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ ফিট পর্যন্ত উপরে উঠে যাওয়ায় মালামাল সরানো সম্ভব হয়নি।

এসএস