সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে: বেবিচক

শাহজালাল বিমানবন্দরের আগুন
শাহজালাল বিমানবন্দরের আগুন | ছবি: এখন টিভি
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগুন নিয়ন্ত্রণে সম্মিলিত চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ (শনিবার, ১৮ অক্টোবর) বিকেলে এ কথা জানানো হয়। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতিসহ বাকি তথ্য পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানায় বেবিচক।

অন্যদিকে আজ দুপুরে প্রথম কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আগুনের পরিধি বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৩৬টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন:

এছাড়াও শাহজালাল বিমানবন্দরের এ আগুন নিয়ন্ত্রণে নৌ ও বিমান বাহিনীর পর এবার উদ্ধার অভিযানে ২ প্লাটুন বিজিবিও যুক্ত হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসাপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে।

এএইচ