শাহজালালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট; কাজ করছে সেনা, বিমান ও নৌবাহিনী

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন
শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন | ছবি: এখন টিভি
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে আরও ৬ ইউনিট যুক্ত হয়েছে। বর্তমানে ৩৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে আরও ৬টি ইউনিট রওনা দিয়েছে বলে জানা গেছে।

শাহজালাল বিমানবন্দরের এ আগুন নিয়ন্ত্রণে নৌ ও বিমান বাহিনীর পর এবার উদ্ধার অভিযানে ২ প্লাটুন বিজিবিও যুক্ত হয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসাপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে।

আরও পড়ুন:

অন্যদিকে বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। এছাড়া শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীও।

এএইচ