আইন উপদেষ্টা বলেন, ‘এই জাতির অনিয়ম দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের থেকে সেফ এক্সিট প্রয়োজন।’
তিনি বলেন, ‘আগে বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতিই গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছে।’ ইন্সটিউশন রিফর্মের পথে সরকার অনেকটা এগিয়েছি, বাকিটা পরবর্তী সরকার এসে করবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশে যেন আগের মতো গুম খুন নির্যাতনের ঘটনা আর না ঘটে, সে জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে আবার দাঁড় করাতে হবে। নির্বাচনের পূর্বেই কাজগুলো সঠিকভাবে করে যেয়ে যেতে হবে।’
আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনীর উপর।’





