এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জ্বালানি উপদেষ্টার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান | ছবি: এখন টিভি
1

বিদেশে টাকা পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য এক হাজার টাকার নিচে থাকা উচিত।

আজ (শনিবার, ১১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অদূরদর্শিতায় দেশে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বিপুল সংখ্যক অবৈধ সংযোগও এ অপ্রতুলতার অন্যতম কারণ।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বাপেক্সের অনুসন্ধানে তেমন অগ্রগতি না থাকলেও এলপিজি আমদানি তুলনামূলকভাবে সহজ, যা ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

একইসঙ্গে এলপিজির মূল্য কমলে বিদ্যুৎ উৎপাদনেও এলপিজির ব্যবহার করা সম্ভব বলেও জানান তিনি। ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্য ঠিক রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা।

সেমিনারে এলপিজি খাতের ভবিষ্যৎ নীতিমালা, নিরাপত্তা মানদণ্ড, বাজার কাঠামো, পরিবেশগত টেকসই এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসএস