আমির খসরু বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাকে রাজনৈতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।’
দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহিতা ও দায়বদ্ধতার অভাব দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে।’
এসময় নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগনের ম্যান্ডেট দরকার বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বাসায় ফেরেন নুরুল হক নুর।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এসময় নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর আসামি করা হয়েছে।





