বিভিন্ন মন্ত্রণালয়ের সংশোধনী আগামী মাসের মধ্যে জমার নির্দেশ

প্রেস উইং এর সংবাদ সম্মেলন
প্রেস উইং এর সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশোধনী আগামী মাসের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে একটি বই প্রকাশ করবে সরকার। যেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন সংশোধনী তুলে ধরা হবে। এছাড়া নির্বাচন কমিশনের দুইটা আইন সংশোধনের প্রস্তাব ক্যাবিনেটে পাশ হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য নির্বাচন কমিশন বিশেষ বিধান আইন ১৯৯১ এর ৮ ধারার তিনটি সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে। এছাড়া আয়কর আইন ২০২৩-এর সংশোধনী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বন্ডের কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সুপারিশ দেয়া হয়েছে।’

নির্বাচনি ব্যবস্থা নিয়ে আটটি রাজনৈতিক দলে কর্মসূচি প্রসঙ্গে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।’

এসএস