শফিকুল আলম বলেন, ‘মন্ত্রণালয়ের সংশোধনী নিয়ে একটি বই প্রকাশ করবে সরকার। যেখানে মন্ত্রণালয়ের বিভিন্ন সংশোধনী তুলে ধরা হবে। এছাড়া নির্বাচন কমিশনের দুইটা আইন সংশোধনের প্রস্তাব ক্যাবিনেটে পাশ হয়েছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য নির্বাচন কমিশন বিশেষ বিধান আইন ১৯৯১ এর ৮ ধারার তিনটি সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে। এছাড়া আয়কর আইন ২০২৩-এর সংশোধনী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বন্ডের কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার সুপারিশ দেয়া হয়েছে।’
নির্বাচনি ব্যবস্থা নিয়ে আটটি রাজনৈতিক দলে কর্মসূচি প্রসঙ্গে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।’





