এসময় তিনি বলেন, ‘অনেক কাজ করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে করা হয়নি। বিচারিক পদের ক্ষমতা প্রধান বিচারপতির হাতে দেয়া হয়েছে। ডিজিটাল সাইবার সিকিউরিটিসহ অনেক আইনে সংশোধন আনা হয়েছে। সুতরাং আসিফ নজরুল কী করেছেন, তা ফুটবল খেলার মতো দেখানোর নয়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন এনেছে, তা যদি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করে তাহলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে।’
উপদেষ্টা বলেন, ‘আইনগত সহায়তা সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে এরইমধ্যে।’
এসময় এটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এ অধ্যাদেশের তফসিলভুক্ত বিষয়গুলোতে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টনসহ যৌতুক সম্পর্কিত মামলা ১২টি জেলায় মামলা-পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে বলেও জানান তিনি।





