আজ (সোমবার, ২৩ জুন) সকালে গাজীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন।’
গতকাল (রোববার) সন্ধ্যার দিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে।
এদিকে, আইনের শাসন অক্ষুণ্ন রাখতে দেশের নাগরিকদের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ‘মব’ সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি ও অভিযুক্ত ব্যক্তিদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
প্রেস উইং থেকে বলা হয়, নুরুল হুদাকে আটকের সময় কিছু ব্যক্তি সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, যা সরকারের নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা গণআক্রমণে অংশ নেওয়া সম্পূর্ণ বেআইনি; যা আইনের শাসনের পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।