লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

নেতাকর্মীদের সঙ্গে ঈদগাহে তারেক রহমান
নেতাকর্মীদের সঙ্গে ঈদগাহে তারেক রহমান | ছবি: এখন টিভি
0

যুক্তরাজ্যের লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। আজ (শুক্রবার, ৬ জুন) সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়।

তারেক রহমানের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিনসহ আরও অনেকে। 

পশ্চিম লন্ডনের কিংস্টন পার্কের এই ঈদ জামাতে অংশ নিয়েছেন সাধারণ মুসল্লিরাও। এর আগে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করেছেন দেশটিতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।

এসএইচ