চলতি বছর একইসঙ্গে স্বর্ণের দামের রেকর্ড ঊর্ধ্বগতি ও দরপতন দেখলো বিশ্ব। এ বছর এখন পর্যন্ত সোনালি ধাতুটির দাম বেড়েছে ৫৪ শতাংশ। আর দরপতন হয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। এতে ধাতুটির বর্তমান গড়মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১ মার্কিন ডলার।
এর আগে, ৩৯ বিশ্লেষক ও ব্যবসায়ী দলের এক জরিপ অনুযায়ী বছর শেষ হওয়ার আগেই সোনালি ধাতুটির গড়মূল্য পৌঁছাতে পারে ৩ হাজার ৪০০ মার্কিন ডলারে।
স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি আগামী বছরেও অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। ২০২৬ সালে মূল্যবান এই ধাতুর গড়মূল্য ৪ হাজার ২৭৫ মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলেও আভাস তাদের। তবে চলতি বছরের তুলনায় আগামী বছর স্বর্ণের দরের এ ঊর্ধ্বগতি কিছুটা কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:
উইজডম ট্রি’র পণ্য ও ক্ষুদ্র অর্থনীতি বিভাগের প্রধান নীতেশ সাহ বলেন, ‘আজকের অবস্থানে দাঁড়িয়ে এটা বলাই যায়, আগামী বছরগুলোতে স্বর্ণের দাম আরও বাড়বে। বার্ষিক গড়মূল্য ৪ হাজার ডলার থেকে ৫ হাজার ডলারে পৌঁছাবে। কেন্দ্রীয় ব্যাংকগুলো রিজার্ভ বৈচিত্র্যের জন্য স্বর্ণ কেনা চালিয়ে যেতে পারে।’
এদিকে আগামী বছর রুপার দাম বাড়ার আভাসও দিয়েছেন বিশ্লেষকরা। চলতি বছর ধাতুটির দাম ৬৫ শতাংশ বেড়েছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালে ধাতুটির গড়মূল্য ৩৮ দশমিক ৪৫ থেকে বেড়ে ২০২৬ নাগাদ ৫০ ডলারে উন্নীত হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, রুপায় কাঠামোগত সরবরাহ ঘাটতি রয়েছে এবং এটি ২০২৬ সালেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আর এটি হলে, ব্যবসায়ীরা সস্তায় বিনিয়োগের উদ্দেশে স্বর্ণের পরিবর্তে রুপা বেছে নিতে পারে বলেও জানান তারা। এতে চাহিদার ঊর্ধ্বগতির কারণে সাদা ধাতুটিরও বাজারদর বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।




