ইসরাইলের সামরিক বাহিনী গাজার স্থানীয় সময় গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) জানিয়েছে, হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস। গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলমান।
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় হামাস ও ইসরাইলের মধ্যে করা যুদ্ধবিরতি চুক্তিটি ১০ অক্টোবর কার্যকর হয়। চুক্তির শর্ত মেনে গাজায় মারা যাওয়া ২৮ জন জিম্মির মরদেহ একে একে ফেরত দিচ্ছে হামাস। গতকাল পর্যন্ত ১৬ জন জিম্মির মরদেহ ফেরত দেয়া হয়েছে।
আরও পড়ুন:
এর আগে ১৩ অক্টোবর যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন জিম্মির সবাইকে ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস।
এদিকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গতকাল গাজা নগরীর দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় নাসের হাসপাতালের সূত্র এ তথ্য জানিয়েছে।
হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ৪৮ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন।





