চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের মুরাদপুরে আজ (রোববার, ৯ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল চলাকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- রাজন দাশ, সৈকত চন্দ্র ভৌমিক এবং আনোয়ারুল হক ঈশান।

পুলিশ জানায়, সকাল ৬টা ৪১ মিনিটের দিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি মিছিল বের করে ষোলশহর স্টেশনের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পাঁচলাইশ থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়।

আরও পড়ুন:

এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

এফএস