টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নোয়াখালী। শুরুতে উদ্বোধনী দুই ব্যাটার হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। তবে পাকিস্তানের মাজ সাদাকাতের ব্যাটে বড় রানের আভাস মিললেও তিনিও ফেরেন ২৪ রানে। দলের বিপদে হাল ধরতে পারেননি মুনিম শাহরিয়ার ও মাহিদুল ইসলাম অঙ্কনও।
আরও পড়ুন:
তবে চাপের মুখে মোহাম্মদ নবী এবং হায়দার আলির ষষ্ঠ উইকেট জুটিতে ৯০ রান যোগ হলে দলের পুঁজি দাড়ায় ১৩৩ রান। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হাসান মাহমুদের শিকার হন রাহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ মামুন। ওয়ান ডাউনে নেমে রীতিমত তাণ্ডব চালিয়েছেন নাসির হোসেন। ২১ বলে ফিফটি হাঁকিয়ে চলতি আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন এই ব্যাটার। ইরফান আউট হওয়ার পর নাসিরের সঙ্গী হিসেবে ইমাদ ওয়াসিম আগ্রাসী মেজাজে ব্যাট চালালে জয়ের বন্দরে পৌছায় ঢাকা। ৯০ রানে অপরাজিত থাকেন নাসির।





