অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ড্যাবের সিনিয়র উপদেষ্টা ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর সদস্যসচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।
ডা. মো. তৈয়বুর রহমান রয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। সূচনা বক্তব্য দেন অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি। স্মরণসভায় খালেদা জিয়ার জীবনালেখ্য উপস্থাপন করেন ডা. মো. রাহেনুল ইসলাম।
আরও পড়ুন:
অনুষ্ঠানে বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের কল্যাণে অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, একজন গৃহবধূ থেকে ধীরে ধীরে তিনি দেশের আপামর জনগণের নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং দলীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন।
স্মরণসভা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টরা অংশ নেন।





