দেশের মর্যাদার বিনিময়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় না: আসিফ নজরুল

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: সংগৃহীত
2

দেশের মর্যাদার বিনিময়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।আজ (বুধবার, ৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ কষ্ট করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেট পাগল জাতি, অবশ্যই খেলতে চাই। কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে না। আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে না। দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।’

এ সময় ক্রিকেটারদের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

আরও পড়ুন:

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আইসিসির চিঠি পড়ে মনে হয়েছে তারা ভারতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বুঝতে সক্ষম হয়নি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।’

বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, ‘যে কোনো বিদেশি ট্রিপে যাওয়ার আগে আমাদের সরকারি অর্ডার লাগে। সেই অর্ডারটার পজিশন আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি। এই সেইফটি অ্যান্ড সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে, তাহলে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস।’

অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলতে চায় বলে জানান ক্রীড়া উপদেষ্টা। এ সময় নিজেদের সিদ্ধান্তে বাংলাদেশ অটল বলেও জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বোর্ড।

ইএ