রাঙামাটিতে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জমর কান্তি চাকমা
জমর কান্তি চাকমা | ছবি: এখন টিভি
0

রাঙামাটির বিলাইছড়িতে বৃদ্ধ জেলে আব্দুর শুক্কুরকে (৮৬) হত্যার দায়ে একমাত্র আসামি জমর কান্তি চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ মো. আহসান তারেকের আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দণ্ডিত করার রায় ঘোষণা করা হয়েছে।

আজ (বুধবার, ৫ নভেম্বর) দুপুরে জনাকীর্ণ আদালতে এ আদেশ দিয়েছেন আদালত। এসময় আসামি জমর কান্তি চাকমা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি জমর কান্তি চাকমা প্রকাশ মেরাইয়া বিলাইছড়ি শাক্রাছড়ি মুখ গ্রামের চিগোনকালা চাকমার ছেলে।

মামলার নথি থেকে জানা গেছে, জেলার বিলাইছড়ি উপজেলার সাক্রাছড়ি ধূপশীল ফরেস্ট অফিসের পাশে গত ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ওইদিন বিকেল ৫টার দিকে হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধ জেলে আব্দুর শুক্কুর মাছ ধরার জাল সেলাই করছিলেন।

আরও পড়ুন:

এসময় আসামি জাল পুড়িয়ে দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর শুক্কুরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বুকের ওপর উঠে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় জমর কান্তি চাকমা। পরে মানুষজন দেখে পালিয়ে যান জমর কান্তি।

এসময় বুকে ব্যথাসহ মুমূর্ষু আব্দুর শুক্কুরকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসক আব্দুর শুক্কুরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত আব্দুর শুক্কুরের জেলে মালিক আরিফ হেসেন বাদী হয়ে জমর কান্তি চাকমাকে একমাত্র আসামি করে বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পাঁচ বছর আট মাস পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রাঙামাটির দায়রা জজ আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এসএস