কুষ্টিয়ার হত্যা মামলা: হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-২। আজ (সোমবার, ৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ মামলার অভিযোগ আমলে নেন।

একইসঙ্গে ১৪ অক্টোবর চার আসামিকে হাজির করতে বলা হয়েছে, যদিও তারা সবাই বর্তমানে পলাতক। এসময় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে এবং আওয়ামী লীগের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেউ বিচার থেকে রেহাই পাবে না।’ চলতি সপ্তাহেই গুমের মামলার তদন্ত শেষ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ। 

উল্লেখ্য, এ মামলায় এ পর্যন্ত মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। সাক্ষীদের মধ্যে ছিলেন জুলাই নৃশংসতার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

অন্যদিকে, ট্রাইব্যুনাল-২ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে আজ।

এসএইচ