দক্ষিণ আমেরিকা , ইউরোপ
বিদেশে এখন
0

দেশে দেশে বড়দিনের প্রস্তুতি

বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজনে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ময়দা, চিনি, মধু ও মসলা দিয়ে হাঙ্গেরিতে বানানো হয়েছে জিঞ্জারব্রেড হাউজ। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের নান্দনিক আবহ। চিলি ও মেক্সিকোর রাস্তায় শোডাউন করেছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, স্পাইডারম্যানসহ বিখ্যাতসব কার্টুন চরিত্র। নান্দনিক সাজে সেজেছে হোয়াইট হাউজ ও লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

বড়দিন সামনে রেখে চিলির রাজধানী সান্তিয়াগোতে জামজমক ডিজনি প্যারেড শো। যার নাম দেয়া হয়েছে প্যারিস প্যারেড। রাস্তায় হাঁটছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, দ্য লিটল মারমেইড, লায়ন কিং ও স্পাইডারম্যান। ডিজনির নান্দনিক এই চরিত্রগুলো দেখতে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। স্থানীয়দের পাশাপাশি প্যারেড শোতে অংশ নেন শিশুসহ কার্টুনপ্রেমীরাও।

পছন্দের এই কাটুর্ন চরিত্রগুলো দেখে আত্মহারা হয়েছে ভক্তরা।

স্থানীয় একজন বলেন, 'এটি দুর্দান্ত। বাচ্চাদের জন্য একটি ভালো উদ্যোগ। বাচ্চারা তাদের প্রিয় সুপারহিরোদের দেখে অনেক কিছু শিখতে পারে এবং নিজেদের বিকাশিত করতে পারবে।'

সান্তিয়াগোর অন্য একজন বাসিন্দা বলেন, 'প্রতিবছরই এই আয়োজন হয়, অনেক লোক এটি দেখতে আসেন। বাচ্চারা দারুণ উপভোগ করে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'

চিলির পাশাপাশি বড়দিন উৎসবের আমেজ লেগেছে হাঙ্গেরিতেও। ময়দা, চিনি, মধু ও ডিম দিয়ে তৈরি করা হয়েছে জিঞ্জার ভিলেজ।

ব্যতিক্রম এই আয়োজনে অংশ নিয়েছে হাঙ্গেরির স্লোভাক সংখ্যালঘু সম্প্রদায়। জিঞ্জারব্রেড দিয়ে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে ১০০টি বাড়ির মডেল, গির্জা, ট্রেন ও দেশটির নিজস্ব সংস্কৃতি। রুটি দিয়ে তৈরি করা হয়েছে ল্যাম্পপোস্টসহ নানা আকৃতি।

নান্দনিক এই কারুশিল্প দেখতে প্রতিদিন জিঞ্জারব্রেড হাউসে ভিড় করছেন দর্শনার্থীরা। স্লোভাক সরকারের কর্মকতা জানান, শিশু বৃদ্ধ সবাই ব্যক্তি উদ্যোগেই নির্মাণ করেছেন এই হাউজ।

একজন সরকারি কর্মকর্তা বলেন, 'বাচ্চাদের কাজ সত্যিই প্রশংসনীয়, এই কাজ দেখে আমি সবসময়ই অনুপ্রাণিত হই। গ্রামের সবাই এই কাজে সহযোগিতা করেছে। ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন সাজসজ্জায় পুরো গ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। অনেকেই জিঞ্জারব্রেড হাউজে শ্রম দিয়েছেন।'

নির্মাতাদের একজন বলেন, 'গ্রামটি নির্মাণে আমরা ৭০ কেজি ময়দা, ২০ কেজি চিনি, ২০ কেজি মধু ও ২২০টি ডিমসহ অন্যান্য মশলা ব্যবহার করেছি।'

এদিকে মেক্সিকোতেও চলছে বড়দিনের প্রস্তুতি। ডিজনির কার্টুন চরিত্রগুলো নিয়ে দেশটির বিভিন্ন সড়কে চলছে প্যারেড।

এদিকে যুক্তরাজ্যেও বইতে শুরু করেছে ক্রিসমাসের হাওয়া। ডাউনিং স্ট্রিটের বাইরে ক্রিসমাস ট্রি লাইট জ্বালিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্ত্রী ভিক্টোরিয়াকে নিয়ে উৎসবের ক্রিসমাস মৌসুমের উদ্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে শেষবারের মতো হোয়াইট হাউজে বড়দিন পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। বড়দিন উপলক্ষে বাহারি আলোকসজ্জায় সেজেছে হোয়াইট হাউজ। উৎসব আয়োজনের উদ্বোধন করে দেশবাসী ও সর্মথকদের প্রতি কৃতজ্ঞতা জানান ফার্স্ট লেডি।

এবার ৮৩টি ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে হোয়াইট হাউজ। শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কাগজের দুই হাজার ২০০টিরও বেশি ঘুঘু ও ২৮ হাজারেরও বেশি নান্দনিক কারুকাজ। বড়দিনে এবার হোয়াইট হাউজ পরিদর্শনে অংশ নিবেন এক লাখ মানুষ।

এসএস