দেশে দেশে বড়দিনের প্রস্তুতি
বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজনে দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ময়দা, চিনি, মধু ও মসলা দিয়ে হাঙ্গেরিতে বানানো হয়েছে জিঞ্জারব্রেড হাউজ। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ক্রিসমাসের নান্দনিক আবহ। চিলি ও মেক্সিকোর রাস্তায় শোডাউন করেছে ওয়াল্ট ডিজনির মিকি মাউস, স্পাইডারম্যানসহ বিখ্যাতসব কার্টুন চরিত্র। নান্দনিক সাজে সেজেছে হোয়াইট হাউজ ও লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।