আন্তর্জাতিক বাণিজ্য
0

নতুন বছরে ইউরোপে বাড়ির দাম বাড়ার পূর্বাভাস

আবাসন বাজারের শক্তিশালী চাহিদা ও সীমিত সরবরাহের কারণে ২০২৫ সালে ইউরোপের বেশিরভাগ দেশে বাড়ির দাম বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবাসন বিশ্লেষকরা। নেদারল্যান্ড, কানাডা, ব্রাজিল ও মেক্সিকোতে সরকারি সহায়তা কর্মসূচি এবং বেতন ও মজুরি বাড়ার ফলে বাড়ির দাম বাড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সম্প্রতি ইউরো নিউজের এক প্রতিবেদন এই তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে, জার্মানি, স্পেন এবং ডেনমার্কের মতো দেশগুলোতে বাড়ির দাম সবচেয়ে বেশি বাড়বে। তবে ফ্রান্সে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে দাম কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নেদারল্যান্ডে দ্রুততার সঙ্গে আবাসন খাতে মূল্যবৃদ্ধি দেখা যাবে। যদিও তা ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ৮ থেকে ১০ শতাংশে নেমে আসবে।

এদিকে পূর্বাভাস আরো বলা হয়, নিম্ন মূল্যস্ফীতি এবং সুদহার কমার ফলে ২০২৫ সালে স্পেনের বাড়ির দাম ৪ থেকে ৬ শতাংশ বাড়তে পারে।

এছাড়া জার্মানিতে মজুরি বৃদ্ধি মধ্যম আকারে হওয়ার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা অনেকটা কমে আসবে। তবে দেশটিতে বাড়ি ভাড়া বৃদ্ধির ফলে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতা আগ্রহ বাড়বে।

পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে বাড়ির দাম ২ থেকে ৪ শতাংশ বাড়বে। এছাড়া কম বন্ধকী সুদহার ও শক্তিশালী কর্মসংস্থানের বাজার থাকার কারণে যুক্তরাজ্যের আবাসন খাতেও দাম বৃদ্ধি পরিলক্ষিত হবে বলে পূর্বাভাস করা হয়েছে।

সামগ্রিকভাবে উচ্চ নির্মাণ ব্যয় ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিধিনিষেধের কারণে আবাসন খাতে সরবরাহ অনেকটাই কমে আসবে। তবে এসময়ে কম বন্ধকী সুদহার ও ক্রমবর্ধমান গৃহস্থালি আয়ের কারণে ইউরোপে নতুন আবাসনের চাহিদা বাড়বে। এরই সঙ্গে জলবায়ু ঝুঁকির মধ্যে জ্বালানি সাশ্রয়ী বাড়িগুলোর দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে।

বিশ্লেষকদের মতে, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি বা কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর মতো বৈশ্বিক ঘটনাও ইউরোপের আবাসন খাতে বাড়ির দাম বাড়াতে বড় প্রভাবক হিসেবে কাজ করবে। তবে অর্থনৈতিক মন্দা বা উচ্চ মূল্যস্ফীতি দাম বৃদ্ধির গতিকে ধীর করতে পারে।

এএম