আমি অনেক কিছু করি, কিন্তু কৃতিত্ব পাই না: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: এএফপি
0

ইরান-ইসরাইল সংঘাত থামাতে চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে।

আজ (রোববার, ১৫ জুন) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এসব লেখেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ইরান ও ইসরাইলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত এবং তারা পৌঁছাবেও—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।

আরো পড়ুন

তিনি বলেন, ‘আমার প্রেসিডেন্সির সময় আমি সার্বিয়া ও কসোভোর মধ্যকার উত্তেজনা প্রশমনে এবং মিসর ও ইথিওপিয়ার মধ্যে সংঘাত ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম।’

চলমান পরিস্থিতি নিয়েও ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে জানান, ইরান ও ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় বহু ফোনালাপ ও বৈঠক এখন চলছে। আমরা খুব শিগগিরই শান্তি আনতে পারব।

আরো পড়ুন

পোস্টের শেষাংশে ট্রাম্প আরো বলেন, ‘মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!’


এনএইচ